111
সময় বহিয়া যায় নাকি যায় না
প্রকাশের আজ নেই হাত
ক্রমশ একা এখন ধানমন্ডি সাত
একের পরে এক পাশাপাশি
অথচ অন্তরের বিড়াট তফাৎ;
আমারে ফিরায়ে দিয়া কোন হাতে তুমি মমতার পরশ খোঁজ?
কি আছিল সেই টানে
যা থেকে নাক থেকে খুলে আসে নাকফুল!
আমার অন্তর এখন প্রান্তরের মরা সব ঘাস
চোউক্ষে এখন মরুর রুদ্র বাতাস
পোরে খালি, বিরান আকাশের সব মেঘ
আমার আঙুলগুলো কিছুটা হতাস।
–ধানমন্ডি, ঢাকা।