0
সারাদিনের পরে যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরি, রুমের প্রতিটা বস্তু আমাকে অনেক ভাবে কাছে ডাকে. আমার এখনো প্রিয় রং সবুজ, জীবন অনেক ভালবাসি. ভালবাসি নিজের ঘর, আমার পরিবার, আমার মা. তুমি হয়ত অনেক দুরে থেকেও আমাকে কাছে ডাক, বিশ্বাস কর, আমি অনেক ভালো আছি. ঘরে ফিরলে রাজ্যের ক্লান্তি আমাকে আর আচ্ছন্ন করে না. মনে হয় নতুন ভাবে আর একটা সময় শুরু হয়!