0
সেবার কয়েকটি ছেলে চাঁদের ছায়া মারবে বলেই হাতে গিটার নিয়ে হাত দিল ঘর অমাবর্ষার কালে
আকাশ তারা আর অপূর্ব সঙ্গীত
যুবকেরা পথ হেটে যায়, নীচে পৃথিবী
চাঁদের গ্রহণকালে তবুও সমান তলে গান গেয়ে চলে যুবকের দল
পুর্ণিমা, সে তো পরিক্রমা, আগত সত্য
তারাভরা ছায়াপথে ভেসে চলে একটা নতুন সুর
আমার অন্ধকার, তুমি আমার বিশুদ্ধ সঙ্গীত
আমার কোনও দুঃক্ষ নেই
তোমার ছায়াপথে আমিও মিশে থাকি।