“হাজার হাজার শিবির কর্মী আমাদের শাহবাগের প্রজন্ম চত্বরে নিজেদের পরিচয় প্রকাশ করার স্বার্থে জনতার কাছে ইচ্ছে করে ধরা দিচ্ছে। এর মূল কারণ হচ্ছে, আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং জনরোষে ধোলাই খাওয়া যাতে করে আন্দোলনের গতি কমে যায়। তাই আমাদের সকলের উচিত এদেরকে কোন রকম মারধোর না করে ধরার সাথে সাথে নিকটস্থ থানায় বা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। কোন ভাবেই এদেরকে মেরে হতাহত করবেন না। কারণ হল, এরা চাইছ তাদের একজন কর্মী মারা যাক বা গুরুতর-ভাবে আহত হোক। যেন তারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত বা একে প্রশ্নবিদ্ধ করতে পারে। এরা চাচ্ছে বিভিন্ন কলাকৌশল ব্যাবহার করে জনমনে প্রজন্ম চত্বরে সৃষ্টি হওয়া নবজাগরণ সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করতে। তাই আমাদের সকলে সচেতনভাবে জামাত শিবিরের এসব কূটকৌশলকে প্রতিহত করতে হবে। কোন ভাবেই এদের ফাঁদে পা দিয়ে এদেরকে শারীরিকভাবে নির্যাতন করে এদের হাতে নতুন ইস্যু তুলে দেবেন না। অনুগ্রহ পূর্বক দেশের স্বার্থে আপনার আবেগকে সংযত করুন।”
সৌজন্যেঃ এমদাদুল হক তুহিন#shahbagh
“হাজার হাজার শিবির কর্মী আমাদের শাহবাগের প্রজন্ম চত্বরে
1
previous post