হারিয়ে যাওয়ার কোন মানে নেই
তবুও হারিয়েছি ভোর
শেষ কবে আলতো আভায় মাখা সূর্য দেখেছি?
ভুলে যাওয়ার কথা ছিল না
অথচ জীবনে যতগুলো চিঠি লেখার কথা ছিল
মাথায় সেগুলো এখন বাগানবিলাস, বৃক্ষের মতো বড়-
যতজনের সাথে বসে একবারের জন্য হলেও হাত ধরতে চেয়েছি
সেই চওয়াগুলো হারিয়ে গেল
হারিয়ে গেল কবিতা লেখা, ছন্দে বসে কাটিয়ে দেয়া রাত-
আমাকে উপেক্ষা করে, পদদলিত করে যারা হারিয়ে গেল
তাদেরকে আমিও হারিয়ে ফেলেছি-সময়ের দশ ফোঁড়;
শৈশবের যাদুকরেরা, নায়কেরা সব হারিয়ে গেল
পরিণত বয়সে তাদের জীবনযুদ্ধে হেরে যেতে দেখেছি
শুধু হারাইনি স্বপ্ন-
বিশ্বাস করো, চোখ বন্ধ করলেই তোমার গায়ের গন্ধে মাখামাখি
একটি চোখের দৃষ্টিকোণে, আলোর ঝলকানি।
**//** ধানমন্ডি, ঢাকা।