মাঝে মাঝে গভীর রাত্রে
কারো সংগে কথা বলতে ইচ্ছে করে
অচেনা-চেনা নয় কিছু; যে কেউ হতে পারে।
বাতাসের ঝাপ্টায় বসে থাকতে চায় শরীর
আকাশের আঙিনায় আবার শীতল হতে চায় মন
কী এক অদ্ভুদ কথা; শিয়রে শিয়রে বেদনা বাতাস;
কোথা কোন সময় থেকে নিশব্দে আছরে পরে
এইসব গভীর রাতে শুধুই কথা বলতে ইচ্ছে করে
Monthly Archives
February 2007
-
কাহারে শোনাই, শোনাই কারে আজ এই অন্ধকারে বসে বসে রজনীপাত সঞ্চিত কথার ধারাপাত? বাঁশিওয়ালা হতে চেয়ে বাঁশি শুনি শুধু দিন…