আমার থেকে পুড়ে যাওয়া গাছটি অনেক ভালো। আজ তার ছায়া নাই, তবুও পরম মমতায় মানুষ তার নীচে বসে আছে। ধন্য বৃক্ষজীবন। অসারের মধ্যে আমার মতো রস খুঁজতে হয় না। অপেক্ষার প্রহর যখন ঠিক গুনে উঠি উঠি করি, তখন আবার নিজেকেই পুড়তে হয়। ছায়া ছাড়াও মানুষ কী আনন্দে আছে! কী সুন্দর!
Monthly Archives
November 2009
-
আমার থেকে দূরে যাও তুমিনীলাকাশ তবু স্থিরওপারে প্রশ্নের যত তারাআমৃত্যু এর পরীক্ষা-তবু দেখযোজন যোজন দূরে তুমিও স্থিরআকাশের প্রতিচ্ছবি।কেন রাখ দূরে?…