কথা ছিল দূর আকাশে হবে পরিচয়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
ডানায় ডানায় পরশ দিয়ে
মেলেছিলাম পাখা
উড়ার সাধেই তোমায় নিয়ে
একটু আদর মাখা;
হঠাৎ দেখি ডানা আছে
পাখি কোথা হায়!
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
আকাশ এখন তেমনি আছে
আছে মেঘের পালা
মুক্ত হাওয়ায় উড়ব কিন্তু
কেন এমন জ্বালা?
যার জন্য উড়াল দিলাম
উড়াল তারে চায়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
Monthly Archives
November 2010
-
Finally last day apple released ios 4.2.1 for download. I have downloaded that instantly. Now enjoying every bit of it.…
-
সামনে দেখ না, অমন চেও না আমাক ছুঁয়ে ছুঁয়ে কেন তবু মন বুঋ না? রাতের আকাশ কালো তবু তারারা দেয়…