তুমি সকালের রোদের মতো
জানি আছো, কিন্তু মাখি নাই কতকাল
জীবন যাচ্ছে চলে,
অবহেলায় আমার সকাল।
অথচ মাঝে মাঝে নিশুত রাতে
রৌদ্দুরের কাছে প্রতিজ্ঞা করি
নিয়তিকে চ্যালেঞ্জ করে
সেই হাত, কাচের চুড়ি
ইচ্ছে করে একটু ধরি
ভাঙুক না হয় একটি দুটি কাচ!
আমার রাত্রীগুলো সকালময়
আমার রাত্রে সূর্যিমামার উদয় হয়।
**//** ধানমন্ডি, ঢাকা।