তোমারে খুঁজতে গিয়ে
 রাজপথে অনেক শিউলি-বকুল চাপা দিয়েছি
 অযুত নিশুত রাত
 দাড়িয়ে থাকা চাঁদ ডুবে গেছে শেষে
 তুমি হয়তো সূর্যের মতো
 উত্তাপটুকু ভেবে ভেবে নতুন ভোর দেখেছি;
 ছায়া পড়ে নি কোন
 ফুলের সাথে, পথের সাথে
 কান্নার সমাধি দিয়েছি।
**//** ধানমন্ডি, ঢাকা
