তোমার দেশে কী জোৎস্না দেয় আলো?
 চোখের জল কী সেইখানে চান্নির মাঝে চিকচিক করে?
 সে নাই, রাখতাম যারে পিঞ্জরে পিঞ্জরে
 আমার এই একলা ঘরে, চান্দের আলো উছলায়ে পড়ে
 ভাবি নাই আগে, এ কেমন তরো হবে জীবনের বাঁক
 দুনিয়ার দুইদিকে লটকায়ে থাকি, তোমার আমার অদ্ভুত ফারাক!
**//** ধানমন্ডি, ঢাকা।
