“হুমায়ুন আহমেদ দেবী উপন্যাসে একজন অশরীরি কিশোরীর নূপুরের আওয়াজ আর খিলখিল হাসিতে সাইকোপ্যাথ আনিস সাবেতকে আতঙ্ক দিয়ে মেরে ফেলেন কিন্তু নির্মাতা অনম বিশ্বাস ভিলেনকে হত্যা করতে লোহার শত সূচালু খণ্ড হলিউডের ম্যাট্রিক্স সিনেমার বুলেট বাতাসে ভাসিয়ে রাখার সিকোয়েন্সের মতো বাতাসে ভাসিয়ে রেখে একটা ফ্রিজ শট আমাদের উপহার দেয়। ‘মহামূল্যবান’ সেই ফ্রিজশটের পর লোহার খণ্ডগুলো ভিলেনের শরীরে বিদ্ধ হয়ে ভিলেনের ভবলীলা সাঙ্গ হয়। সাথে চলচ্চিত্রটিও মননের কাছে মৃত্যুবরণ করে।”
https://bangla.bdnews24.com/glitz/article1555158.bdnews
দেবী আমার ভালো লাগে নাই। পিরিয়ড।
https://bangla.bdnews24.com/glitz/article1555158.bdnews