0
ঘুমাতে যাবার আগে কবি কহিলেন থামো
আমি বা আমরা অথবা আমাদের মতোন যাহারা
মনের মাঝে মেঘ নিয়ে থাকি, চুপ করলাম;
এরপর কবিতা শুরু হলো, লাল নীল
এদেশের শব্দে-প্রতিশব্দে এক একটা অজগর জন্ম নিল
অথবা বিগত জন্মের কোন উপাত্তকে আনুষ্ঠানিকতা দিল
আমরা যারা চুপ করে আছি বা ছিলাম
তাকিয়ে দেখি অজগরের পেটের ভিতর থেকে কবিতা করছি।