104
এই দেশের মানুষের অনেক সময় লাগে একটা সত্য উপলব্ধি করতে: ছাগল দিয়ে হালচাষ হয় না। কিন্তু বড্ড দেরী হয়ে যায়। ছাগলে ততদিনে সব কিছু খেয়ে, হেগে নষ্ট করে ফেলে। তখন আর কিছুই করার থাকে না বিধায় ছাগল রক্ষা করার নিমিত্তে সরব হতে হয়।
আমার এই স্ট্যাটাস এর সাথে কোন জীবিত বা মৃত ব্যক্তির কোন সম্পর্ক নাই।