আমার কনিষ্ঠ বোন জামাইয়ের উড়জাহাজ ভীতি আছে। তার যুক্তি খুব শক্ত। ‘রাস্তায় কিছু হলে নিদেন পক্ষে নেমে যাওয়া যায় কিন্তু আকাশে সমস্যা হলে নামব কই?’ এই যুক্তি অকাট্য। আকাশে নামার উপায় নাই। ছোট বেলায় হলে হয়তো বলতাম মেঘে নেমে যেতে। কিন্তু এখন জ্ঞান বেশী হয়ে গেছে। জ্ঞানের ভারে মেঘ এখন শরীর ধরে রাখতে পারে না। কিন্তু শরীর ভারী হউক আর হাল্কা মেঘের উপরে মেঘ দেখতে ভালোই লাগে। তাই দিনের বেলার কোন ফ্লাইটে আমি ঘুমাই না। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি বিস্তৃত মেঘমালার দিকে। মেঘেদের দেশে যাব, তালতাল মেঘ খাব টাইপ অবস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনের এই দূর্ঘটনায় আমার খারাপ লাগছে। বোন জামাই বেচারা হয়তো আর বিমানে উঠতেই চাইবে না।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।