মাসরুর আরেফিন’র এই বইটা কেউ পড়েছেন? একটু পড়ে শোনাচ্ছি (লিখে জানাচ্ছি)
ঈশ্বরদীকে দেখেছি দূর থেকে, ট্রেনে যেতে যেতে। এখনও ওখানে মানুষ ঘোড়ার পিঠে চলাফেরা করে আর সহিসেরা ভিস্তি ভ’রে জল বয়ে নিয়ে থাকে। ঈশ্বরদীর দালানে দেখেছি কাপড় টানা দড়ি, তাতে সাঁটা আছে টিউনিক ফতুয়া আর কামিজ চোলিকা- কারণ শোনা কথা সেখানে অনেক দালান,
আর ঈশ্বরদীর ফাউন্ডেশন বেশ পোক্ত ও পাকা।
১৯৯৩ থেকে ২০০১ সালে রচিত হয়েছিল এই গ্রন্থটি। কবি মাসরুর আরেফিনকে আমি এই বই থেকে চিনি। অনেক পরে জেনেছি উনি ব্যাংকার। উনি ব্যাংকার না হয়ে যদি শেয়ার বাজারের দালালও হতেন, আমার কোন ক্ষতি হতো না। ওনার কবিতা আমার ভালো লাগে।
ওনার নতুন উপন্যাস নিয়ে আগ্রহ আছে। কালকেই সংগ্রহ করে দেখতে চাই গদ্যে ওনার কেমন গতি। প্রচলিত যে সংবাদ দেখছি, আমার আগ্রহ কম। বইটায় আগ্রহ আছে।