8
ঘরে যখন ফিরতে এলাম
বৃষ্টি এলো
অনিচ্ছেতেও একটুখানি ভিজিয়ে দিল-
জলের আপন খেলা
ভাবছি, পথের মাঝেই এলোমেলো
কেন হঠাৎ বৃষ্টি এলো, মনে!
হঠাৎ অনেক হিংসে হলো-
বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়
শুনতে পেলাম এখন নাকি
টিএসসিতেই বৃষ্টি নামে
মস্তবড় শহরটাতে
এই অবেলায় একলা লাগে!
**//** ধানমন্ডি, ঢাকা।