0
এরপর আমরা যারা প্রেমের উপন্যাস লিখতে চেষ্টা করব, প্লটের সঙ্কট দেখা দিবে। ক্লাসিকাল প্রেমকে এখন ঠিক আর বিশ্বাস হয় না। প্রেমের শুরু বা শেষ এখন অনেক বেশী ফেইসবুক বা সামাজিক যোগাযোগ ভিত্তিক। বস্তুত সকল প্রেমের এখন শুরু এবং শেষ ফেইসবুকে। এখন আমি মমিন কী লইয়া উপন্যাস লিখিব, তাহা ভাবিতেছি।