কোনটাকে দিনের শুরু বলি! এই যেমন এখন কম্পিউটারের সামনে। আনন্দ নিয়ে বাংলায় লিখছি। একটু পর বিছানায়। নেটফ্লিক্সে কার্টুন ছবি। দেখতে দেখতে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে ঘুমিয়ে গতকালের দেখা স্বপ্নের বাকীটুকু দেখব। ঘুম ভাঙবে বেলা করে। উঠেই অফিসে যাব। আবার সেই কাজ। সেই মিটিং। সেই প্ল্যানিং। একটা লুপ। চলছে… চলছে। তারপরো কিছুটা রঙ থাকছেই। এই যেমন একটু আগে অনেক চকোলেট খেলাম। যদিও ওজন বাড়ছে। ওজন কমানোর জন্য ডাক্তারের নির্দেশ। কে কেয়ার করে! এ জীবন অন্যের কথা শুনে শুনে এখং ক্লান্ত। কিন্তু তবুও কোথায় জানি বেঁচে থাকার তাগিদ। এই পৌন:পুনিক জীবন খারাপ না। আজকে রাতে স্বপ্নটা কী হতে এই চঞ্চলতার এক ধরনের ভাষা আছে। এই ভাষার মানুষটাই আমি হয়তো। অথব আমিই হয়তো নেই। নেই বা আছি এই দুইভাবনা নিয়েই জীবনটা খারাপ না। ভালো আছি। আসলেই ভালো আছি।
কোনটাকে দিনের শুরু বলি! এই যেমন এখন কম্পিউটারের
1
previous post