4
ঘোর দুখে বা সুখে যখন লিখতে চাই, তখন নিজেকে কবিই মনে হয়। কবিই মানেই শুধু একটা শব্দের জন্য হাহাকার নয়। আমি কবি না এই প্রকাশের থেকে অনেক সহজতর হবে যখন চেয়ে দেখি নরম রোদের আকুতি ভরা পল্লবের উচ্চারণ। আলোরও শব্দ আছে যখন নিজেই নিজের কবি। এই হাহাকার যতক্ষণ আছে, এই অনুচ্চারিত প্রকাশ যতক্ষণ আছে, আমি কবি। আমিই কবি।