137
আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে…..
দিনে দিনে শুদ্ধ হয়ে উঠছি। খারাপ কী! এমনই হওয়ার কথা ছিল, এমনই হয় সবার। তবে কয়েকটা দিন খুব অন্যরকম কাটছে। আমার মেয়ের বর্তমান সময়ের একটা ছবি দেখেছি। ঠিকঠাক নাই আর। যে সুর বেজে চলেছে, তা আর মনে হয় থামবে না। জীবন সঙ্গীত এখন অনেকটা সম্পূর্ণ। সুপ্রভাত।
