বইমেলা থেকে যারা বইটি সংগ্রহ করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। বইটি এখন নতুন করে প্রকাশ করার পায়তারা করছি যাতে অনলাইন থেকে কিনতে পারেন। প্রিন্ট হতে কিছুদিন সময় লাগবে। অনেক কিছুই জানা ছিল না। একদম নতুন আমি এই বিষয়ে (বই প্রকাশ করার বিষয়ে)। ভুল থেকে শিক্ষা নিতে হয়, আমি নিলাম।
তবে বই লিখতে হলে অবশ্যই মাচো ম্যান হতে হবে। নইলে খবর আছে। যাদের ব্যাক পেইন আছে তারা যেন ভুলেও বই না বের করেন। কারন যদি আপনি বই বের করে ফেলেন আপনার নিজের বইয়ের চেহারা দেখার জন্য হলেও বইমেলায় যেতে হবে এবং অবাক হয়ে লক্ষ্য করতে হবে যে বইমেলায় লেখক, পাঠক কারোরি বসার কোন জায়গা নাই। তাই আপনার ওজন যদি ঠিক থাকে, হাড়ে যদি সমস্যা না থাকে আপনি মোটামুটি এই যাত্রায় টিকে যাবেন। আর যদি আমার মতো মোটা হন এবং আনফিট হন তাহলে প্রতিদিন ঘরে ফিরে অজ্ঞানের মতো শুয়ে থাকবে হবে।
আমি আমার নতুন উপন্যাস ‘ভ্রু পল্লবে ডাক দিলে’ নিয়ে এখন ব্যাস্ত থাকব। এবং অবশ্যই এটা বইমেলার অনেক আগেই প্রকাশ করব। আর এবার দেখে শুনে এমন একজন প্রকাশককে দিব যিনি একজন রাজনৈতিক নেতার প্রথম বই এবং একজন নবীন লেখকের প্রথম বই সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করেন। দলীয় লোকের ঠ্যালায় এবার আমার মতো এক নতুন লেখকের আত্মারাম খাঁচা ছেড়ে প্রায় উড়াল দিয়েছিল। অনেক কষ্টে বিভিন্ন ধরনের লোভ দেখায়ে আবর খাঁচায় ভরেছি। জয় বাংলা একাডেমি।
বইমেলা থেকে যারা বইটি সংগ্রহ করেছেন, তাদেরকে অনেক
4
previous post