বসন্ত এসে গেছে। কোকিলের কোন ডাক নাই, একটা ফুল নাই (ছেলেদের কেউ ফুল দেয় না) শুধু শব্দ আছে। সকাল থেকে বাসার প্রধান দরজা খুলে নতুন দরজা লাগানো হচ্ছে। অনেক শব্দ। কুহু কুহু শব্দ না হলেও ঠকঠক করে পেরেক লাগানোর শব্দ হচ্ছে। খারাপ না। বসন্তের প্রথম দিবসে নতুন দরজা। আর আমার এই কথাকে মেটাফোরিক কিছু ভেবে না বসাই ভালো। আমি সত্যি সত্যি একটা কাঠের দরজা নিয়ে কথা বলছি।
কোকিলের গান নাই কিন্তু কাক আর কোকিলের রাজনীতি নিয়ে আমার বই ছোট কাকের পাহাড় জয় আছে। আমার প্রথম বই। বইমেলায় অন্বেষা প্রকাশনের ১২ নম্বর প্যাভিলিওনে পাওয়া যাচ্ছে। একটু পরে হয়তো মেলায় যাব। বসন্তের একটা পাঞ্জাবি উপহার পেয়েছি। তাই আজ আমার বইয়ের প্রচ্ছদ আর পাঞ্জাবি একাকার হয়ে থাকবে। এখন একটা বাসন্তী রঙের কলম হলে বেশ হতো।
এই সময় কুড়িগ্রামে থাকলে আসল কোকিলের ডাক শোনা যেত। যেতে পারলাম না। তবে আমার বইটা সেখানে পাওয়া যাচ্ছে। নাগেশ্বরীর আদর্শ লাইব্রেরিতে আমার বইটা আছে। কারো ইচ্ছে থাকলে সংগ্রহ করেন।
বসন্ত এসে গেছে। কোকিলের কোন ডাক নাই, একটা
1
previous post