বইমেলায় যাচ্ছি। এই প্রথম লেখক হিসেবে। আমার বইয়ের নাম ‘ছোট কাকের পাহাড় জয়’। অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। বইয়ের চেহারা এখনো দেখিনি। তাই যাচ্ছি। সাথে মা (Lutfun Nessa), বোন (Nadira Nourin Nishi), বোন জামাই (Ranzu-Sharif Uz Zaman) এবং সঙ্গী তুহিন (Tushar Tuhin)। আরো কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন মেলায় আসছে। বই কিনবে। আমর বইটির প্রচ্ছদ করেছেন প্রিয় Rabi Khan ভাই। ফ্ল্যাপের ছবিটি তুলেছেন প্রিয় Imtiaz Mahmood.
সবাই একসাথে বইমেলায় থাকলে ভালো হতো। ইমতিয়াজ ভাই মনে হয় একটু শারিরিক ভাবে অসুস্থ। তবে সবচেয়ে বড় ঘটনা হলো, আপনাদের পরিচিত আর এক পিস লেখক যোগ হলো।
ছোট কাকের পাহাড় জয়
বইমেলায় যাচ্ছি। এই প্রথম লেখক হিসেবে। আমার বইয়ের
2
previous post