2
আদিগন্ত সবুজ ঘাসে মমতার সুবাতাসে
ধরে রেখ
কোমল মেঘের আলতো একটু রঙে
ছুঁয়ে দিও
নির্ঘুম রাতে তোমার সুখের ধারাপাতে
মনে রেখ
মনে রেখ
মনে রেখ আমিও ছিলাম
অশোকের মতো,
অনেক কাল পড়ে পাঠ করে বুঝে নিও।