1
সৌন্দর্যটুকু এখন টাকা দিয়ে কেনা যায়
নগরীর বিতানে বিতানে সুরভিত ফুলেল সম্ভার
যুবকের দল, পদদলে বিস্তৃর্ণ ঘাস রেখে যায়
কোথায় কখন কোন বনফুল ফুটেছিল, তার মৌতাত
নিবে বলে আকাশের গায়, চাঁদের সাথে তার
হয়ে যাবে আবার পরিচয়।