100
ঝুম বর্ষার কথা বলি
আন্ডার এক্সপোজ, কপোট আলো
বৃষ্টির শব্দ, শানিত জলকণা
নেশা লাগে, বড্ড এলোমেলো;
এমন দিনেই বলার ছিল, অনেক কিছুই
বলি নাই, বৃষ্টিপাগল দিনে অলস লাগে
বলতে হয় না ভাবতে ভাবতে কতকাল
তোমার চোখের দিকে তাকিয়ে বলি নি
ভালোবাসি একটি কদম ফুল
তোমার খোপায়।
25.07.2015, Dhaka.