Just copied this comment from Prothom Alo reader.
“bablu
২০১৩.০৭.১৬ ১৫:৫৬
আমি দীর্ঘদিন ধরে একটি শিল্পোন্নত দেশের আইন বিভাগের সঙ্গে কাজ করে আসছি । তবে, সন্দেহভাজন অপরাধী হিসেবে আটক অথবা বিচারকার্য চলাকালে বা শাস্তি হয়ে যাওয়ার পর কোন পর্যায়েই কাউকে ফরমায়েশ মোতাবেক আলাদা খাদ্য সরবরাহ করা হয় না । এমনকি পুলিশের নির্ধারিত খাদ্য সরবরাহকারী কাছ থেকে শুধুমাত্র দুপুরের খাবার কেনা যায় তাও সবার জন্য নির্ধারিত কয়েকটি মেনু । এর কারণ হচ্ছে, ধনী গরীব যেই হোক না কেন আইনের চোখে অর্থাৎ রাষ্ট্রের কাছে সবাই সমান । কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে ক্ষমতা এবং পদবী অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা আইন । অপরাধ করেও কারাগারে প্রথমশ্রেণী ইত্যাদি মর্যাদা দেয়া হয়, জনগনের অর্থ লোপাটের মত দুর্নীতির দায়ে গ্রেফতার করার পরও সাব- জেলে রাখা যায় ।মানবতা বিরোধী হত্যা, গুম, অপহরণ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক হওয়ার পরও ১৯ মাসে একদিনও কারাগারে থাকতে হলনা, অবিশ্বাস্য !!!!!! অথচ আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে আইনের চোখে সবাই সমান । অন্তত বাংলাদেশের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য নয় !!!!!! সত্যিই সেলুকাস এই বাংলাদেশ !!!!”
Just copied this comment from prothom alo reader.
0
previous post