12
কাঠের চোখ দিয়ে চেয়ে অনেক কথাই শোনাতে পার
আমিও তেমনি শিশির অথবা মেঘ
তোমার যান্ত্রিকতার কাঁতর-প্রান্তে মুচকি হেসে
উদ্বাহু ভঙ্গে বৃষ্টিতে নেমে যাব
আমি তো সেই আদিম বৃক্ষ
এখনো প্রিয় রঙ সবুজ।