2
এক একটা সকাল অনেক সম্ভাবনার জানান দেয়। অনেক সম্বাবনার কথা চিন্তা করে দিন শুরু করি। এরপর ব্যস্ত শহর, যানজট আর সবার উপরে মানুষের হতাশা এবং ক্ষোভের কারণে চারদিকের বাতাস ভাড়ি হতে শুরু করে। সম্বাবনা গুলন কোথায় কেমন করে জানি হারিয়ে যায়। চারপাশে এত হাহাকার! ইদানিং নিজেকে পোকামাকরের মতন মনে হয়। সব জানি, বুঝতে পারি। তারপরও কোনদিন চিত্কার করে বলা হয় না যে “তোমাদের সকল ভন্ডামি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আমরা। বড্ড ক্লিষে তোমাদের রাজনীতি। আর ভাল লাগে না”।