796
আমি গানপাগল মানুষ। এটা নতুন করে বলার কিছু নেই। বাসায় আয়েশ করে গান শুনি, গাড়িতেও ব্যবস্থা আছে। অফিসে কিংবা রাস্তায় যখন হাঁটি, গান থাকেই। কিন্তু সমস্যা হয় যখন বাসার বাইরে আড্ডা দিতে যাই কিংবা গ্রামের বাড়িতে পুকুর পাড়ে যখন বসি। তখন তো ইয়ারফোনে গান পোশায় না। সেই ভাবনায় গতকাল এই পোর্টাবল ব্লুটুথ স্পিকারটি নেয়া।
এখন বাসার বারান্দায় চা খেতে থেকে গল্প করার ছলে গান শুনতে সমস্যা নেই। এই যন্ত্র ওয়াটারপ্রুফ, বৃষ্টিতে ভিজতে ভিজতে গান শোনা যাবে আরামে।
**//** আম্রমঞ্জরি, ধানমন্ডি, ঢাকা।
https://www.jbl.com/bluetooth-speakers/JBL+BOOMBOX+2-.html