নিশ্চুপ হয়ে যাই তবে
আকারে প্রকারে প্রকারন্তে তুমি ছায়া
ভেবে নেই, আছো
যেখানে ভাবি না, তুমি ছিলে-
এ বড় বেদনার ক্ষত
তোমাকে কেন্দ্র করে ঘুরে
আমিই তোমার উপগ্রহ-
কী অদ্ভুত টান, দুজন-দুজনার
নিশ্চিত কক্ষপথ;
ঘুম ভেঙে দেখি আধখাওয়া চিংড়ি মাছ-
বাকীটুকু তোমার অপেক্ষা।
**//** ধানমন্ডি, ঢাকা। **//**