আমার ইদানিং সময়টা বড় বেয়াড়া। মানে আমি কোন কিছুকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কেমন যেন ঘোর লাগা ভাব। প্রচুর আড্ডাবাজি করছি, গান শুনছি। অনেকের সাথে দেখা হচ্ছে, দেখা হতে হচ্ছে। শুধু নিজের প্রফেশনাল কাজটা কম হচ্ছে। আমি কি হা হুতাস করব? আমি কিন্তু করছি না। হোক না একটু অন্যরকম।
গত কয়েকদিন থেকে যাও পাখি বল তারে শুনছি।
সোনারো পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম তারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখ এ আমারে।
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝড়ে কথা
এপার ওপার তোলপাড় একা
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে….
মেঘের ওপর আকাশ ওরে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড় আশা।
যাও পাখি যারে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে..
সোনারো পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম নারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখ এ আমারে।
মনের আনন্দে শুনছি। এখনো বিরক্ত লাগছে গানটার উপর। এই লেখাটা শুরু করেছিলাম ৩দিন আগে। আজকে শেষ করছি। ৩দিন আগে ঘোর লাগা ভালোবাসায় শুরু করেছিলাম, আজকে ঘোর নেই তাই শেষ করব। এখন এই যে সুন্দর সকাল, এখন আমার মন শান্ত তাই আমি জানি আমি অনেক গভীর প্রেমে আছি। এই প্রেম ঘোরের প্রেম নয়, জীবন বোধের প্রেম। জীবন নিয়ে আমার পরীক্ষা করার সময় আর নেই।
আমার বন্ধু মুনেম ওয়াসিফ আমার ব্লগিং নিয়ে খুবি বিরক্ত। মুনেম আমি এইগুলান বস্তুই ব্লগে লিখি। এটা আমার এক ধরনের আশ্রয়। এই আশ্রয়টুকু আমার দরকার। আমার প্রতিভা অনেক কম ভাই।