মা সহ গিয়েছিলাম ছায়ানটে। এনামুল করিম নির্ঝরের (Enamul Karim Nirjhar) কানসুতা-২ এর মোড়ক উন্মচনে। বেশ আয়েশ করে গান শোনা হলো। চা-পান করা হলো। সিঙারাযোগ হলো। এই অনুষ্ঠানের বাকী ছবি গুলো পরে আপলোড করব। আপাদত মায়ের ছবিটা দিলাম।
Author
nirjhar

হাসি তার ছিল মাখামাখা রঙিন ছিল আলো এই অবেলায় শুনতে পেলাম আমার লাগছে ভালো; যে যার মতো ভাবুক বসে আমার …
আমি ফেইসবুককে পজিটিভ আকারে দেখি। ফেইসবুক আছে বলেই যারা কখনো লিখতো না তারাও লিখছে। এটা ভালো। আবার ফেইসবুক আছে বলেই …
- Daily Life
Good morning. https://www.youtube.com/watch?v=gh_2ke8unx0
by nirjharby nirjhar 0 minutes readGood morning. https://www.youtube.com/watch?v=gh_2kE8uNx0
It was fun.
একজন মায়াবতী কইন্যা।
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে- …
বারবার তোমাকে ম্যাসেজ দিতে গিয়ে আর দেই না। কিন্তু সব সময় তোমার ম্যাসেজ উইন্ডো খোলা রাখি…. আধুনিক প্রেম।