আজকের দিনটা মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। অনেক কারন আছে:
১. আমার মা এবং তিন বোন এখন আমার বাসায়। ২. আজকে ছুটির দিন ছিল। ৩. আজ অনেক গান বাজনা হয়েছে।
প্রথম কারন দু’টি ঘটমান বাস্তবতা পরের টি অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত ভাবে সন্ধ্যার পর বাসায় আসেন অভিনেত্রী, মডেল এবং গায়িকা স্বাগতা, তার ছোট বোন গায়িকা সভ্যতা। আরো আসেন সবুজ, ফাহিম ও তার বন্ধুরা। আমাদের বাসায় অনেক দিন পরে কোন মেহমান। অনেক আনন্দ নিয়ে আমরা আড্ডা দিয়েছি। আমার মা’ও অনেক মজা পেয়েছেন। বাসা থেকে বের হয়েছি প্রায় রাত ১১টার সময়।
বাসা থেকে বের হয়ে আমরা গিয়ে বসেছিলাম বার বি কিউ টু নাইটে। অনেক রাত পর্যন্ত আড্ড আর খাওয়া। স্বাগতা ও সভ্যতা’র গান মন্ত্রমুগ্ধতায় শুনেছি। আহা! বেঁচে থাকা কত আনন্দের!
এই খেদ মোর মনে মনে
ভালোবেসে মিটল না সাধ এই ভূবনে
হায় জীবন এতো ছোট কেনে!