তুমি আমার মৃত্যু হয়ো-
শেষ নিশ্চিত অধিকার
বর্ণে-গন্ধে-ছন্দে
আমার হঠাৎ আনন্দে
দিয়ে যাওয়া নতুন সব গান-
তুমি আমার শেষ শব্দ হয়ো
অনুভূতির শেষ সমাচার।
**//** ধানমন্ডি, ঢাকা।
আর কত বিষে, বলবে শেষেথামার সময় হলো,বলো, নাগরিক বলোনিরাপদে মৃত্যু এবার সামনে এগিয়ে চলো।মিছিল হবে, মৃতের সাথে মিছিল হবে মনেনগর…
সঙ্কটে রাখিও তারে পাশেযে তোমার দৈন্যকে ভালোবাসেহাসি মুখে যে থাকে আলোর সম্ভার;যতনে রাখিও তাকে রাখিও আদরেসুখে তারে ঢেকে রেখ রঙীন…
আঁধখানা চাঁদ ছিল তার একাবন্ধুর পথ, অজানা সীমারেখাক্লান্ত পর্যটক, লিখে গেছে পাহাড়সম আয়ূআমি তবে কাদের দলে ছিলাম?পশ্চাতে মৃত্যু, ভয় –…
যখন কিছুই করি নাএকটা নদীর কথা ভাবিঅগোছালো বুনো লতা চারপাশনাম না জানা ফুলঅদ্ভুত জলের গন্ধবিস্তার করা খোলা আকাশশুধু সময়টা ঠিক…
অতীদূর নীলেচমকালো জলমাছের খলবলনড়েচড়ে বসে চিল…. **//** ধানমন্ডি, ঢাকা
মেঘে যার নিয়তি ছিল******************তুমি কেবল বসতে দিও পাশেআকাশ যখন নামতে নামতে চোখের কাছে আসেহাত বাড়িয়ে ধরো তখন আলোবিস্মৃতির মিছিল ঠেলে…
তুমি না হয় রইলে শেষ বিন্দুএকটু খানি আভাতাকিয়ে আছি অবাক ভালোবাসায়আমার আর রইল বাকী কে’বা! একটু খানি বসতে দিও পাশেএকটু…