প্রচন্ড বিদ্রোহ কালে
আমি লিখি শুধু প্রেমে পদ্য
এটাই আমি, দ্রোহের ভাষা বুঝি প্রেমে;
চারিদিকে নিশ্চুপ নিরবতা
যে এম্বুলেন্সটি আওয়াজ তুলে এগিয়ে গেল
তখন শুধু বাবার কথা ভাবি,
এমনই এক রাতে বাবার লাশবাহি গাড়িটি
আর্তনাদ করে এগিয়ে গেছে তেপান্তরের মাঠ
রূপকথার রাজপুত্রের মতো আমি
মনে মনে লিখে গেছি বাবাকে বলার মতো কবিতা
প্রচন্ড শোকে আমি প্রেমের কবিতা লিখি
এটাই আমি, বেদনার ভাষা বুঝি প্রেমে;
**//** ধানমন্ডি, ঢাকা।