2 গতকাল নিশির (আমাদের সবচেয়ে ছোট বোন) বিয়ে হয়েছে। আগামীকাল আমরা ওকে আনতে যাব। এখনো কুড়িগ্রামে। অনেক বৃষ্টি হচ্ছে এখানে। আকাশ ভাঙ্গা বৃষ্টি। বাড়ির সামনের পুকুরটা এখন সমুদ্দুরের মতন হয়ে গেছে। চারিদিকে সবুজ আর সবুজ। সারাদিন ঘুমিয়েছি। এখন বেশ তরতাজা লাগছে। এখন আমি পুকুরের পারে বসে আছি। চা খাব। আমাদের গ্রামটা ছবির মতন।
Chairman bari গতকাল নিশির (আমাদের সবচেয়ে ছোট বোন)
previous post