1.4K
ডাটা কমিউনিকেশন কমিউনিটিতে আমার বন্ধুবান্ধব অনেক। এদেশের অনেক রথীমহারথী আমার বেশ কাছের মানুষজন। এত বন্ধুবান্ধব থাকার পরেও গত ৩ মাস থেকে আমার ড্রয়িং রুম থেকে বেডরুমের ফাইবার অপটিক ক্যাবলটি বিচ্ছিন্ন। উপরন্তু বাসার প্রাইমারি ফাইবার লিংটি যেটা কীনা ১০গিগাবিট/সেকেন্ড এর সেটাও বিচ্ছিন্ন। এখন কেউ প্রশ্ন করবেন না যে আমার বাসায় ১০গিগা ব্যান্ডউইডথ দিয়ে আমি কী করি। এটা আমার পছন্দের প্রশ্ন না। প্রশ্ন হলো আমার প্রিয়জন Md Mithu Howlader কী মন্তব্য করে সেটা একটু দেখি।