427
সবচেয়ে ছোট জন নতুন বাসা নিয়েছে বনশ্রী তে। সেখানে বন থাকুক বা না থাকুক বনমানুষেরা হয়তো থাকে। নইলে এই ইট কাঠের দেয়ালে বন্ধ হয়ে থাকার অভিপ্রায় হতো না।
বেশ আড্ডায় আর খাওয়ায় সময় কেটেছে। দাওয়াত ছিল আসলে ফুপাতো বোন হাসুর বাসায়। সেই খাইছি!
বোনাস হিসেবে ছিল নাদিমের জন্মদিন। কেক কাটাও হয়েছে একটা।