508
ঘুম থেকে উঠেই দেখলাম Imtiaz Mahmood এর হার্ট এটাক হয়েছে। উনি হৃদয়বান মানুষ। কলিজাটা বেশ বড়। সামাজিক নানা কারণে হৃদয়ে অনেক ক্ষত তার। তবে এটাক হওয়ার ঘটনা এই প্রথম। ওনার সংবাদ দেখে মনটা বেশ খারাপ। মন খারাপ পুরোটাই ব্যক্তিগত স্বার্থের জন্য। এই বাজে শহরে বন্ধুই বলি আর বড়ভাই-ই বলি, সেটা এই উকিল সাব।
উনি এখন এপোলো হাসপাতালে। একটু পরে তার এনজিওগ্রাম।
ধুর! সময়টা ভালো যাচ্ছে না।