918
শুভ সকাল।
সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি দুঃসময় ও কারো জন্য অপেক্ষা করে না। তাই ধৈর্য ধরুন। নিজের জায়গায় নিজের কাজটুকু করতে থাকুন। সব ঠিক হয়ে যাবে। সব ঠিকই হতে হয়। প্রকৃতি বেঠিক বিষয়গুলো বেশীদিন রাখেও না।