522
১৯৮০ সালের এই দিনে ঠিক দুপুর ১১:৫৫ মিনিটে আমার জন্ম। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল। ফেইসবুকের কারণে এখন জন্মদিন মনে রাখা সহজ। তাই জন্মদিনের যাবতীয় আয়োজন মনে হয় ভার্চুয়াল হয়ে গেছে। অবশ্য এই বয়সে জন্মদিন বিষয়ক কোন কিছু ভালোও লাগে না। জীবনে কাজের কাজ কিছুই করতে পারি নাই। কাজের কাজ করলে এই দিনটা মানুষই পালন করত!
মানুষের জন্য কাজ করার আকঙ্খা নিয়ে আরো একটা বছর জীবন থেকে ঝরে গেল। আশা পূর্ণ হলো না.. আমার মনের বাসনা…
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।