977
৫ নভেম্বর আমার বেশ কষ্টের দিন। এই দিন আমার একমাত্র কন্যা জন্ম নিয়েছিল। গতকাল কন্যার ১১ বছর পূর্ণ হলো। কন্যা মায়ের সাথে মালয়শিয়াতে থাকে। সারাদিন মন খারাপ থাকে। বোনাস হিসেবে আমি এখনো সুস্থ হতে পারি নাই। তাই বলে কী পৃথিবী থমকে থাকবে!
গতকাল প্রিয় Abu Hena Timu ভাইয়ের জন্মদিন ছিল। তিনি আসতে চেয়েও আসতে আরেন নাই।
আমার সাথে যার ছবি ইনি Onuvob Ahmed। এনার সাথে তোলা এই ছবিটা বাতিঘরে। সেদিন ওনার কবিতার বই প্রকাশ হয়েছিল। জন্মদিন একদিন পার হয়েছে তো কী হয়েছে? শুভেচ্ছা শ্রীঘ্রম! শুভ জন্মদিন শুভ।