আমার অনেক প্রিয় একটি গান। গানটা প্রথম কবে শুনেছি এটা বলতে পারব না যেমন ভাবে আমি বলতে পারিনা আমি প্রথম কবে গান গাওয়া শুরু করেছি। অবসরে, ক্লান্তিতে, ফুর্তিতে আমি গান গাই। গান গাই যখন কষ্টে থাকি, যখন স্বপ্ন দেখি। আসলে আমার সময়গুলো গানময়। গানে গানে কাটে সারাসময়। এখন পর্যন্ত যে গানগুলি আমি সর্বাধিকবার শুনেছি এ’টি তাদের একটি। গানটির গীতিকার কে আমি জানি না তবে সুরকার ভূপেন হাজারিকা (সম্ভবত)। গানটির দু’টা ভার্সন আছে। একটি ভূপেন হাজারিকার গাওয়া অন্যটি আবিদা সুলতানার (সঞ্চারি অংশটুকু)। আমি দুটি ভার্সন শুনে গানটি এখানে পোস্ট করলাম। অনেকেই হয়তো খুঁজে থাকবেন।
মূল অসমীয়া কথা ও সুর: ভূপেন হাজারিকা
বাংলা অনুবাদ: শিব্দাস বন্দোপাধ্যায়
কন্ঠ: আবিদা সুলতানা
ছবি: সীমানা পেরিয়ে
বিমূর্ত এই রাত্রী আমার,
মৌনতার সুতোয় বোনা
একটি রঙিন চাদর;
সেই চাদরের ভাজে ভাজে
নিশ্বাসেরি ছোঁয়া
আছে ভালোবাসা আদর।
কামনার গোলাপ রাঙা
সুন্দরী এই রাত্রীতে
নিরব মনের বরষা
আনে শ্রাবন ভাদর
সেই বরষার ঝড়ঝড়
নিশ্বাসের ছোঁয়া
আর ভালোবাসা আদর।
ঝরে পরে ফুলের মতোন
মিষ্টি কথার প্রতিধ্বনি
ঝরায় আতর
যেন ঝরায় আতর
পরিধিবিহীন সঙ্গম
মুখে নির্মল অধর
কম্পন কাতর;
নিয়ম ভাঙার নিয়মে যে
থাকনা বাঁধার পাথর
কোমল আঘাত প্রতি আঘাত
রাত্রী নিথর কাতর।
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রক্ষেপ নেই পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর
সেই সাগরের ছ্রোতে আছে
নিশ্বাসেরি ছোঁয়া
আর ভালোবাসা আদর।