আমি কিন্তু জাদুকর,
চেয়ে দেখো হাতের রেখায় নিশপিশ করছে কত রহস্য!
আমাকে নিরুত্তাপ দিনের গল্প বলে লাভ কি?
বরং জাদুর হাতে হাত রেখে সামনে তাকাও,
কি অপার বিস্ময়ে প্রতিটি দিন চলে যাচ্ছে,
তুমি আছো অথবা নেই, অথবা স্বপ্ন নেই!
বড় অদ্ভুত বেখেয়ালে একটা নৌকা তীরের দিকে ছুটে যাচ্ছে,
চলো আজকে রহস্যভরা একটা নৌকাতে উঠে যাই!
কবিতা
বাহিরে যেমন দেখ, ভিতরে তার থেকে বেশি ক্ষত! পূর্ণিমার রাতে কিন্তু রঙহীন চাদর পড়ে থাকি, তাতে কী? যে যার মতন …
যতই দেখাও ছন্দ মনের, হাজার রকম চারুকলা যতই শেখাও বুলি তোমার, রঙ-বেরঙের কথাবলা মেঘের পড়ে মেঘ উড়বে, স্বপ্নতুলি হাতে একলা …
গল্পগুলো আজকে আমার মেলছে ডানা গল্পগুলো হয়তো তোমার একটু জানা লিখছি আজো তোমার আমার গল্পটিকে লিখছি শুধু জীবন নামের সমষ্টিকে। …
ভালোবাসার পিদিম ঘরে যে সলতে নড়ে চড়ে তার নীচে পড়ে থাকে ছায়া; সেই ছায়ারি অন্ধকারে হাত বাড়িয়ে চুপিসারে আলো মাখি, …
একবার মৃত্যুর পরে,কে জানি নাম ধরে,ডাকছে আমারে;আহারে আয়ুর কালক্ষণজন্মা এ সকালকেন আবার ডাকেরে?
একটা গাছে একটি মাত্র পাতাযেমন আমার পদ্য লেখার খাতা,তোমার জন্য ছোট্টটুকুন লেখাভালোবাসার কঠিন সূত্রে গাঁথা;
গুঞ্জনে ভ্রমরের কথা বুঝিআমি বুঝি ঝংকারকিছু কিছু ভ্রমর থাকে ব্যাথাতুরকথিত সময়ের পারাপার;আমিও বিনিদ্র ভ্রমরের মতো চুপেঅন্ধরারের দারুন একটু আভায়তোমার ফেলে …