সাঁতার শেষ করে আরো অনেক আনুসাঙ্গিক বিষয় থাকে। সেগুলোর বর্ণনা না করি। যখন সোনারগা থেকে বেড় হব, হুট করে মনে হলো আইসিসি আম্পায়ার মুকুল ভাই এখানেই থাকতে পারেন। বিপিএল হচ্ছে। ফোন ধরেই বললেন রুমে চলে আসেন। আমি ইতস্তত করে যখন যাব ঠিক করলাম, তখন দেখি কুমিল্লা’র ম্যানেজার লাভলু ভাই। আসলে বাসার পাশের মাঠে এনারা সবাই আমার ব্যাডমিন্টনের সাথী।
মুকুল ভাইয়ের রুমে গিয়েই বাকী সব আম্পায়ারদে সাথে দেখা। সবাই আড্ডা দিচ্ছিলেন। একটু পরে জানা গেল আজকে মুকুল ভাইয়ের জন্মদিন। কথা না বলতে বলতেই ভাবী এবং বাচ্চাকাচ্চারা কেক নিয়ে হাজির। যেহেতু কেক, তাই তাকে কাটতেই হলো। কেকের কাটতির কোনদিন অভাব হয় নাই। কেককাটা হলো সারা, খাবারের পালাও শেষ। বেশ কিছুক্ষণ সময় পার করে বাসায় ফিরে এলাম।
Happy birthday Masudur Rahman Mukul ভাই। আপনি বেশ কায়দা করে চুলগুলো পাকাইছেন। আপনার বয়স এতো কম আগে বুঝি নাই। সো এর পর থেকে আর ভাব নিয়েন না।