আজ বৃষ্টি নেই। বাসা থেকে জানার উপায় ছিল না। বেড় হয়ে ঝকঝকে নীল আকাশ দেখে মন ভালো হয়ে গেল। শুক্রবার ছুটির দিন। এই একটা দিন পারতপক্ষে কিছুই করি না। সম্ভাব্য যত উপায় আছে আলসেমি করি। এটা আমার বিলাসিতা। সপ্তাহের একটা দিন বিলাসিতা করার যথেষ্ট কারণ আছে। কী কারণ সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তবে এই মুহূর্তে ভয়ানক ক্ষুধা। পেট রিতিমত খা-খা করছে।
বিলাসিতা করে এই বেলা পর্যন্ত কিছুই খাই নাই। না নাস্তা না অন্যকিছু। এক মগ চা খাব বলে পানি গরম করেছিলাম, কিন্তু চা বানাতে ভুলে গেছি। যেহেতু চা বানানো হয় নাই, তাই এই পড়ন্ত বিকেল পর্যন্ত চা -ও পান করা হয় নাই। এখন খাবার চেয়ে ইয়েলো ক্যাফেতে বসে আছি। বসে আছি আর আমার সামনে এক যুগল ঝগড়া করছে। যা বুঝলাম ছেলেটা ফেঁসে গেছে। ক্রমাগত সরি সরি বলে যাচ্ছে। বেশ জটিল বিষয় মনে হচ্ছে। আর যথারিতি অপছন্দের কিছু গান বেজে চলেছে। যেহেতু অলস দিবস, কষ্ট করে ইয়ারফোনও বেড় করছি না।
আকাশটা বড্ড বেশী নীল আজকে। ঝকঝক করছে। আলোটা কমে গিয়ে বেশ নরম হয়েছে। মন ভালো হওয়া অনেক রোমান্টিক একটা সময়। কিন্তু যেহেতু আজকে দিনটা বিলাসিতার। তাই আজ কোন কবিতা লিখব না। বরং আশে পাশের সবাইকে মন থেকে অভিবাদন জানাতে থাকব। এই নষ্ট সময়ে এখনো প্রেম আছে, এখনো ঝগড়া আছে। অভিবাদন সবাইকে।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।