আধেক স্বপ্ন তার আধেক আঁধার,
কেন চেয়ে থাকে চোখ তবু বার বার;
তোমারে দিয়েছি আমি স্বর্গরাজ্যে তুলে,
ঈশ্বর বিমুখ তবু তার নিজ ভুলে।
Tag:
daily life
উড়ছি কেন কেউ জানি না, যাচ্ছি কতদূর? আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাংচুর।
এখন এই শশীবেলা, রূপালী আলোর খেলা, চুপচাপ পেতে রই কান; কোথাও কেউ নিশ্বাসে, আছে পুরো বিশ্বাসে, ভালোবাসার ভৈরবী তান।
Android is cool!
অবাক পৃথিবী! অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসাবের খাতা যখনি নিয়েছি হাতে দেখেছি লিখিত— ‘রক্ত খরচ’ তাতে; …
নীলক্ষা আকাশ নীল! আমি নীলের নীচে নীল বিন্দুর মতোন!
বন্ধু হে তোমার মনের নদী, আসুক আমার এ কোল অবধি, আমি চর আছি গো তোমার হয়ে, আমার বুকের পাশে যাওগো …
🙂 https://nirjhar.com/2008/08/i-am-the-x-files-fan/