আমাদের নক্ষত্র আছে
ছায়াপথের কেন্দ্রে থেকে সরে
অনেক দূরে পরিক্রম করে
নস্টালজিক প্রেমিকের মতো;
আমরা নাকি সূর্য বা নক্ষত্রের সন্তান
আমাদের এ গ্রহ তার গতিতে
ক্লান্ত নয়-
অথচ দিনে দিনে ক্লান্ত হয়ে
মানুষেরা বৈদ্যুতিক ভাবে
নক্ষত্ররাজির থেকে আলাদা;
ইদানিং সূর্যের জন্য অনেক মায়া হয়
রাতের আকাশ না দেখে দেখে
আমাদের আমিত্ব ক্রমান্বয়ে বড় হয়
কী বিষন্ন অদ্ভুত: কোনদিন দেখা হবে না
ছায়াপথের কেন্দ্র থেকে কেমন দেখায়!
বড় ভয়ঙ্কর সুন্দর হতো
পৃথিবী নামক গ্রহটি যদি কেন্দ্রে থাকা
কোন নক্ষত্রের হতো!
আমি অন্তরীক্ষে একা
বিশাল জাহাজ নিয়ে
অনন্ত নক্ষত্রবীথিতে
কিছু স্মৃতিকাতর প্রেমিকের সাথে বসে আছি।
Tag:
daily life
#justice for #afsana
বর্ষা আইল রে ঘন ঘন বজ্র নিয়া চমকিত আলোক বাণে আমার বারান্দা আমার নিম গাছ দোলচালে হাত বাড়িয়ে রেখে গেল …
কেউ কি বলতে পারবেন বাংলাদেশে কাজি পেয়ারা কোন সময় প্রথম চাষ শুরু হয়? কোন সরকার এটা ইমপোর্ট করছিল? উদ্যেগ নিয়েছিল …
আমি দুইদিন আগে আমার বই বিষয়ক একটা পোস্ট দিয়েছি। কিন্তু পোস্টটি সবাই ভুল ব্যাখ্যা করে বুঝেছেন। আমি বলি নাই যে …
When you’re down and troubled and you need a helping hand and nothing, whoa, nothing is going right. Close your …
সেই কবেকার ধুলো শুকনো ফুলগুলো অবিচল স্মৃতিতে সজীব আমারও টেবিল আছে যেখানে সজতনে আমার কাঠপেন্সিল।
একটা আলোর রেখা পারে জীবন দিতে কী সুন্দর শান্তি, কী ভীষন সুন্দর হাহাকার আকারে বিকারে, একাকার এ কেমন ভালোলাগা, জীবনের …